সত্য ঘটনা অবলম্বনে সিনেমা ও ওয়েব ফিল্ম বানিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন নির্মাতা রায়হান রাফী। আলোচিত রিফাত–মিন্নি হত্যাকাণ্ড নিয়ে তৈরি তার সিনেমা ‘পরাণ’ দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর গাজীপুরে প্রবাসী দম্পতি হত্যাকাণ্ড নিয়ে ‘জানোয়ার’, ঢাকার কদমতলী এলাকার ট্রিপল মার্ডার নিয়ে ‘ফ্রাইডে’ বানিয়ে আরও বেশি আলোচনায় আসেন তিনি।

সবশেষ তার ওটিটি ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পেয়েছে, যা সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে জানা গেছে।

এবার রায়হান রাফী জানালেন আরও স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কাজ করার ইচ্ছার কথা। তিনি বলেছেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বানাতে চান তিনি। ওই বিদ্রোহে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ মোট ৭৪ জন নিহত হন।

রাফী বলেন, “বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা অনেক দিনের। এতজন সেনা সদস্যকে হত্যা করা হলো, একের পর এক লাশ বের হলো, গণকবর পর্যন্ত দেওয়া হলো। কিন্তু ভেতরে আসলে কী হয়েছিল, তা আজও পুরোপুরি জানা যায়নি। আরও নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তখনই এ নিয়ে সিনেমা বানাতে চাই।”

তিনি আরও জানান, সত্য ঘটনা নিয়ে কাজ করতে গিয়ে তাকে বারবার নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ‘অমীমাংসিত’ মুক্তির সময়ও সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটি নিষিদ্ধ করেছিল। পরে সরকার পরিবর্তনের পর সেটি মুক্তির অনুমতি পায়।

রাফীর ভাষায়, “সাহস থাকলে সত্য ঘটনা নিয়ে বারবার কাজ করা যায়। আমার উদ্দেশ্য একটাই—সমাজে যেন একই ধরনের অন্যায় আর না ঘটে, সেই সচেতনতা তৈরি করা।”

এদিকে বর্তমানে নিজের প্রযোজনায় নির্মিত নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। তিনি জানান, চারটি গল্প নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে এবং এই ছবির মাধ্যমে তিনি প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। সিনেমাটি রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’–এর শুটিংও শেষ করেছেন রায়হান রাফী। সেটিও চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।

 

news