দক্ষিণী ছবির জগতের জনপ্রিয় তারকা জুটি ধানুশ ও ম্রুণাল ঠাকুরকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে বিয়ে নিয়ে চালাচালি গুজব চলছিল। এমনকি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই তাদের বিয়ে হবে বলেও খবর ছড়িয়েছিল। কিন্তু এখন সেই সব গুজবে পানি ঢেলে সরাসরি বলেছেন তারা নিজেরাই।

গুজবের কেন্দ্রবিন্দুতে ছিলেন ম্রুণাল ঠাকুর। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি শুধু তিনটি শব্দ লিখেছিলেন: 'স্থির, উজ্জ্বল ও অটল'। এই রহস্যময় কিন্তু দৃঢ় পোস্টের মাধ্যমেই তিনি ইঙ্গিত দেন যে, বিয়ে সংক্রান্ত সব খবরই ভিত্তিহীন।

অন্যদিকে, অভিনেতা ধানুশ গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় একদম স্পষ্ট ভাষায় বিষয়টি উড়িয়ে দেন। তার দাবি, "এটি একেবারেই ভুয়া খবর।"

কিন্তু এই গুজবের জন্ম কেন? মূলত সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামেই কিছু ছবি ভাইরাল হয়ে যায়, যেখানে ধানুশ ও ম্রুণালকে বর ও কনের বেশে দেখা যাচ্ছে। এই ছবিগুলো দেখে অনেক ভক্তই ভেবেছিলেন, হয়তো দীর্ঘদিনের গুজব সত্যি হয়ে দ্রুত এবং গোপনে সবাইকে চমকে দিয়েই বিয়ে সেরেছেন তারা।

ভাইরাল ছবিগুলোতে ধানুশকে দেখা গেছে সোনালি পাড়ের সাদা কেরালা স্টাইলের পোশাকে, আর ম্রুণালকে দেখা গেছে ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি ও গহনা পরিহিত অবস্থায়। ছবিতে দক্ষিণ ভারতীয় বিয়ের রীতিনীতি পালন করতে দেখা যায় তাদের। এমনকি, সেই আসরে দক্ষিণী চলচ্চিত্র জগতের আরও বেশ কিছু তারকার উপস্থিতিও দেখা যায়।

ছবির ক্যাপশনে লেখা ছিল, 'চারহাত এক হলো ম্রুণাল-ধানুশের'। আরও বলা হয়েছিল যে, চেন্নাইতে আত্মীয়-স্বজন ও কাছের বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন বিয়ে নিয়ে গুজবের মধ্যেই হঠাৎ এমন ছবি ভাইরাল হওয়ায় অনেকেই প্রথমে সত্যি বলে ভেবে বসেছিলেন।

কিন্তু এখন দুই তারকারই স্পষ্ট বক্তব্যে পরিস্থিতি সম্পূর্ণ পরিষ্কার। তাদের বিয়ের কোনো খবরই সত্য নয়, এবং ভাইরাল ছবিগুলো নিছকই গুজব ছড়ানোর উপকরণ।

 

news