কেরলে 'নিপা'য় মৃত্যু! গ্রামের পর গ্রাম কন্টেইনমেন্ট জোন, বন্ধ স্কুল
কেরলের কোঝিকোড়ে সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানেই নিপা ভাইরাস সংক্রমণ ২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের বিস্তার রোধে বিধিনিষেধ ও ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। কোঝিকোড় জেলায় নয় বছরের একটি বালক-সহ চারজন মধ্যে নিপা ভাইরাস নিশ্চিত হওয়ার পরে সরকারের তরফে বিধিনিষেধ আরোপ করা হয়। যা নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরও সতর্কতা জারি করে। জেলা কর্তৃপক্ষের তরফে আক্রান্ত এলাকায় স্কুল ও অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি