ভারতে আসার পথে লোহিত সাগরে হাইজ্যাক ইসরায়েলি জাহাজ! পণবন্দি ২২ জন ক্রু
ভারতে আসার পথে হাইজ্যাক ইসরায়েল মালিকানাধীন একটি কার্গো জাহাজ। ইয়েমেনের হুথি গোষ্ঠী জাহাজটিকে হাইজ্যাক করেছে বলে খবর। জাহাজে থাকা ২৫ জন সদস্যকেও পণবন্দি করে রাখা হয়েছে বলে খবর। ইসরায়েল এবং হামাস যুদ্ধের তেজ কার্যত দিনে দিনে বাড়ছে। বাড়ছে উত্তেজনা। আর এর মধ্যেই হুথি গোষ্ঠী ইসরায়েলের মালিকানাধীন মালবাহী একটি জাহাজকে হাইজ্যাক করল। যা ঘিরে নতুন করে টেনশন বাড়ছে। জানা গিয়েছে, লোহিত সাগরে জাহাজটিকে হ্যাইজ্যাক করা হয়েছে বলে খবর। জাহাজটি সরাসরি ইজরায়েলের নয়, বাহামিয়ার। তবে মালিক ইসরায়েলের।