দিল্লিতে হনুমান জয়ন্তী মিছিলে হিন্দু-মুসলিম সংঘর্ষে আহত ৯, গ্রেপ্তার ১৪

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকার একটি মসজিদের সামনে দিয়ে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা যাওয়ার সময় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়ে। তবে একটি গোষ্ঠীর দাবি, শোভাযাত্রা চলাকালীন স্থানীয়রা ইট-পাথর ছোঁড়া শুরু করে। অপর গোষ্ঠীর আবার দাবি, শোভাযাত্রা থেকেই স্থানীয় দোকানপাটে ভাঙচুর চালানো হয়, মসজিদে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। এনডিটিভি 

জানা গেছে, সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রোববার সকালে, ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্রবাহিনী, সিআরপিএফ এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন দিল্লি পুলিশের উপ-পরিদর্শক মেধলাল মীনা। তার হাতে গুলি লেগেছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আসলাম যিনি গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ তার কাছ থেকে একটি দেশি তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে।   

স্থানীয় বাসিন্দারা বলেন, এই প্রথম এই এলাকায় হিন্দু ধর্মীয় সমাবেশে অস্ত্র চালানো হয়েছে। তবে মসজিদ থেকে সহিংসতা শুরু হয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তারা। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে একজন রাকেশ বলেন, পাথর নিক্ষেপ শুরু হলে তারা পাল্টা জবাব দেয়।  

পুলিশ দাঙ্গা, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্তে ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলের কর্মকর্তাদের দশটি টিম গঠন করা হয়েছে। 

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি নিয়ে আস্থানার সঙ্গে কথা বলেছেন। 

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাথর নিক্ষেপের নিন্দা করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

news