ভারতের মণিপুরে নতুন সহিংসতায় ২ পুলিশ কামান্ডো নিহত
ভারত-মিয়ানমার সীমান্তের মোরে অঞ্চলে এই পুলিশ কমান্ডোদের গুলি করা হয় বুধবার সকালে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকজন জঙ্গি নিরাপত্তা চৌকির উপর হামলা চালায়। তাতে দুইজন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে আরো তিনজন। রাজধানী ইম্ফল থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত।
উল্লিখিত এলাকায় হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই এখনো চলছে। সূত্রের খবর, নিরাপত্তারক্ষীদের ক্যাম্পে এদিন প্রথমে বোমা ছোড়ে হামলাকারীরা, তারপর বিরতিহীন গুলি চালানো হয়। এও জানা গেছে, ওই বেস ক্যাম্পে আরপিজি শেল পর্যন্ত ছোড়া হয়েছে, তার জেরে সেনার একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মণিপুর পুলিশ সূত্রের খবর, নিহত কর্মকর্তার নাম ওয়াংখেম সমরজিৎ। তিনি পশ্চিম ইম্ফলের মালমের বাসিন্দা। কয়েকদিন আগেই কুকি সম্প্রদায়ের দুজনকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল এক পুলিশ কর্মকর্তাকে খুনের অভিযোগে। তারপর থেকেই বড় রকম প্রতিবাদ শুরু হয়েছে। তার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। কুকিদের দাবি মোরে থেকে রাজ্য পুলিশকে সরিয়ে দিতে হবে। তারা সেখানে শুধু কেন্দ্রীয় বাহিনী চায়।


