ভারতের দিল্লিতে রঙের কারখানায় আগুনে নিহত ১১
চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। দমকলের ২২টি ইঞ্জিন ব্যবহার হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। পুলিশ জানিয়েছে, কারখানাটিতে রঙের কাঁচামাল তৈরি হত। কারখানায় দাহ্য পদার্থও মজুত ছিল। বৃহস্পতিবার বিকেলে একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনাটি দিল্লির আলিপুরের ঘনবসতিপূর্ণ দয়ালপুর মার্কেটে ঘটেছে। আগুনে ঝলসে যাওয়া মরদেহগুলো শণাক্তকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। কী কারণে আগুন লাগল তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি রাত পর্যন্ত। তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, যে ১১ জন মারা গিয়েছেন তারা সকলেই ওই কারখানার কর্মী ছিলেন। আগুনে ঝলসে যাওয়া দেহগুলিকে শণাক্ত করার প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে।
দিল্লির ঘনবসতি পূর্ণ এলাকায় বার বার আগুন লাগার ঘটনা ঘটছে। এর আগে গত ২৬ জানুয়ারি শাহাদরা এলাকায় একটি রাবার কারখানায় আগুন লাগার ঘটনায় এক শিশু-সহ চার জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন দু’জন। এর কয়েক দিন আগে পীতমপুর এলাকায় একটি বসতবাড়িতে আগুন লেগে মৃত্যু হয় অন্তত পাঁচ জনের।