দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল ৭ দিনের রিমান্ডে

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার(ইডি) আবেদনের প্রেক্ষিতে দিল্লির একটি আদালত শুক্রবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়ালকে গ্রেপ্তার করে ইডি।

এদিকে কেজরীওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রতিনিধিরা।

বৈঠকের পর বেরিয়ে তাঁরা জানান, এই ঘটনায় কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। কারণ, ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে আসলে বিরোধীদের কোণঠাসা করতে চাইছে নরেন্দ্র মোদি সরকার।

কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এখানে প্রায় সব ক’টি বিরোধী দলের প্রতিনিধি রয়েছেন। ভোটের আগে মাঠ সমতল করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে। তাই এই ব্যাপারে আমরা কমিশনের হস্তক্ষেপ চেয়েছি। স্বাধীন ভারতের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও জনগণ-নির্বাচিত মুখ্যমন্ত্রীকে পদে থাকাকালীন গ্রেপ্তার করা হল।

আনন্দবাজার, এনডিটিভি জানায়, দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী মারলেনা জানিয়েছেন, কেজরীওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। তিনি জেলে বসে সরকার চালাবেন।

news