দেশে ফের বাড়ছে করোনা, দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০০ পার করল

গতকালের চেয়ে অনেকটাই বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১১৩ জন। গতকাল পর্যন্ত কিন্তু সংখ্যাটা ১ হাজারের ঘরেই ছিল। হঠাৎ করে ২ হাজার পার করে যাওয়ায় নতুন করে শঙ্কার মেঘ দেখা দিয়েছে। বাড়ছে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যাও। গতকাল ১১ হাজারের বেশি ছিল অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা।

করোনার দাপট ফের বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসের প্রথম পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ভালই ছিল দেশে। ধীরে ধীরে সেটা কমতে কমতে ১০০০-র নীচে নেমে গিয়েছিল। সেটা দেখার পরেই গোটা দেশে করোনা বিধিনিষেধ যাকে বলে একেবারেই তুলে নেওয়া হয়েছে। কেবল মাত্র মাস্ক পরলেই চলছে। তার মধ্যে দেশের জনজীবন যাকে বলে একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছে। স্কুল-কলেজ সব খুলে গিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার কারণে ছোটদের স্কুলও খুলে দেওয়া হয়েছে।

এদিকে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। ধাপে ধাপে প্রতিদিন একটু একটু করে বাড়ছে। কিন্তু গত এক সপ্তাহে প্রতিদিন অনেকটাই বেড়ে গিয়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ৯০ শতাংশ বেড়েছে দেশের করোনা সংক্রমণ। রাজধানী দিল্লিতে করোনা ভাইরােসর সংক্রমণ হঠাৎ করে অনেকটা বেড়ে গিয়েছে। ৫০০ ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে আবার দিল্লি এবং উত্তর প্রদেশের একাধিক স্কুলে পড়ুয়াদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে। যদিও এই নিয়ে চিকিৎসকরা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ মে মাসে ফের বাড়বে বলে আগে থেকেই সতর্ক করেছিলেন আইআইটি কানপুর এবং খড়গপুরের গবেষকরা। তাঁরা জানিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণের চতুর্থ ওয়েভ শুরু হবে মে মাস থেকে। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপের একাধিক দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে। ইউরোপের একাধিক দেশ ব্রিটেন সহ ওমিক্রন ভ্যারিয়েন্টের দুই সাব ভ্যারিয়েন্টের করোনা ভাইরাসের হদিশ মিলেছে। এদিকে আবার চিন এবং আমেরিকায় করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। চিন এবং হংকংয়ের একাধিক জায়গায় করোনার কারণে লকডাউন ঘোষণা করা হয়েছে।

ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সেই পর্যায়ে পৌঁছয়নি। পরিস্থিতি সামাল দিতে করোনা টিকার বুস্টার ডোজ সকলের জন্য ঘোষণা করে দিয়েছে মোদী সরকার। অর্থাৎ বাইরে েথকে যেকেউ করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই সঙ্গে দেশবাসীকে সতর্ক হয়ে চলাচলেরও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানিয়েছেন এতটা বেপরোয়া হলে চলেবে না। করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নেওয়ার আগে সকলকে সতর্ক হয়ে চলতে হবে।

news