সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে ধস, হাজার পয়েন্ট নামল সেনসেক্স

সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে ধাক্কায়। বাজার খুলতেই ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটিতেও ধাক্কা। ১৭,৭৫০ মার্ক পড়েছে নিফটি। এদিকে আবার শেয়ার বাজােরর পতনে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে এইচডিএফসি, ইনফোসিস।

গতকাল থেকেই শঙ্কায় ছিলেন ব্যবসায়ীরা। সেই আশঙ্কাই সত্যি হল। সকাল ৯টায় শেয়ার বাজার খোলে। তারপরেই শেয়ার বাজার পড়তে শুরু করে। সকাল ১০টার মধ্যে এক ধাক্কায় ১০টি কোম্পানির শেয়ারের দাম পড়ে যায়। তার মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে এইচডিএফসি টুইনস এবং ইনফোসিস। মোট ১,০৬৬ পয়েন্ট পড়েছে শেয়ার বাজার। নিফটিও ধাপে ধাপে নামতে শুরু করেছে সকাল থেকেই। ইনফোসিসের শেয়ার পড়েছে ৮.৯৫ শতাংশ। তারপরেই ধাক্কা খেয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস। সংস্থার শেয়ার ১২ শতাংশের বেশি পড়েছে। এইডিএফসি ব্যাঙ্কের শেয়ার পড়েছে সাড়ে িতন শতাংশের কাছাকাছি। এছাড়াও টেক এম, উইপ্রো, এইচসিএল টেক, টিসিএস, অ্যাক্সিস ব্যাঙ্ক,কোটাক মাহিন্দ্রা সহ একাধিক সংস্থার েশয়ারের দাম পড়েছে।

এদিকে আবার লাভের মুখ দেখেছে একাধিক সংস্থা। সেই তালিকায় রয়েছে টাটা স্টিল, এনটিপিসি, আইটিসি, পাওয়ার গ্রিড, ওএনজিসি, সিপলা, এম অ্যান্ড এম, বাজাজ অটো। নিফটিতেও একের পর এক ধাক্কা এসেছে আজ। অনেকটাই পড়েছে নিফটি। মার্চ মাসের পর এই থেকেই এই প্রথম এতটা ধাক্কা খেল শেয়ার বাজার। করোনা কালে শেয়ার বাজার একের পর এক ধাক্কা খেয়েছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের আঁচও এসে পড়েিছল শেয়ার বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে তা তার প্রভাব ভয়ঙ্কর ভাবে পড়েছিল শেয়ার বাজারে।

এদিকে পেট্রোল-ডিজেলের লাগাতার দাম বাড়ার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। সব জিনিসের দাম বাড়তে শুরু করেছে। সেকারণে সব জিনিসের দাম বাড়ছে। চাল-ডাল সহ শাক সবজি সবকিছুর দাম বাড়তে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। মুদ্রাস্ফীতি অনেকটাই বেড়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট অপরিবর্তিত রেখেছে। সেই সঙ্গে রিভার্স রেপোরেটও অপরিবর্তিত রাখা হয়েছে।এদিকে আবার দেশের জিডিপি বৃদ্ধির পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার কারণ মুদ্রাস্ফীতি। দেশের মুদ্রাস্ফীতি অনেকটাই বেড়ে গিয়েছে।

পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দামও বাড়ছে। তার জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস দশা তৈরি হয়েছে। জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে রাজধানী দিল্লিতে আজ পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে অটো, ট্যাক্সি এবং মিনিবাস চালকদের সংগঠন। তাঁরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন। জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া বাড়াতে চাইছেন তাঁরা নইলে গাড়ি রাস্তায় নামানো সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছেন তাঁরা।

news