ভারতের হরিয়ানায় ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটিতে সরকার গড়তে যাচ্ছে কংগ্রেস। প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই এমন পূর্বাভাস দেয়া হয়েছে।

বুথফেরত সমীক্ষা বলছে, জম্মু ও কাশ্মীরে সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকতে পারে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট। সেক্ষেত্রে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে পারে।

অন্তত চারটি সমীক্ষার সবকটিতেই ইঙ্গিত দেয়া হয়েছে, হরিয়ানার ৯০ আসন বিশিষ্ট বিধানসভায় ৫৫ থেকে ৬২টি আসন পেতে পারে কংগ্রেস।

জম্মু ও কাশ্মীরেও ৯০টি আসন। এর মধ্যে ৪৩টি আসন পেতে পারে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট। যেখানে সরকার গড়তে প্রয়োজন হবে ৪৬টি আসন।

৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬। বুথফেরত সমীক্ষার পূর্বাভাস সত্যি হলে হরিয়ানায় বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া এখন সময়ের অপেক্ষা। রাজ্যটিতে এবার বিজেপির ঝুলিতে পড়তে পারে মাত্র ১৮ থেকে ২৪টি আসন।

সমীক্ষক সংস্থা ধ্রুব দাবি করেছে, হরিয়ানায় কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৫৭টি আসন, বিজেপি পেতে পারে ২৭টি আসন। তবে দুটি সমীক্ষাতেই দাবি করা হয়েছে, হরিয়ানায় খাতা খুলতে পারবে না অরবিন্দ কেজরীওয়ালের আপ।

আর দৈনিক ভাস্কর-এর সমীক্ষায় ইঙ্গিত দেয়া হয়েছে, হরিয়ানায় কংগ্রেস পেতে পারে ৪৪ থেকে ৫৪টি আসন৷ বিজেপির ঝুলিতে আসতে পারে ১৯ থেকে ২৯টি আসন।

শনিবার (৫ অক্টোবর) হরিয়ানায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। আগামী ৮ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে।

news