'হোয়াটস অ্যাপ ইউনির্ভাসিটিতে বিশ্বাসী নই,' বিদ্রোহীদের তালিকায় এবার কি বিজেপির শঙ্করও

আসানসোল এবং বালিগঞ্জে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। আর এরপরেই কার্যত একের পর এক বিজেপি সাংসদ-নেতা মুখ খোলেন। যেখানে দলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়। যা রীতিমত অস্বস্তিতে ফেলে দিয়েছে বঙ্গ বিজেপিকে। যদিও এই অবস্থাকে সামাল দেওয়া নয়, বরং বিদ্রোহ অব্যাহতই রইল। এবার জল্পনা বাড়িয়ে বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

গত কয়েকমাসে একাধিক বিধায়ক-সাংসদ বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন। আর সেই তালিকায় এবার নয়া যোগ বিজেপির এই প্রভাবশালী নেতা। যদিও এই বিষয়ে বঙ্গ বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। তবে রবিবার বিদ্রোহী বিজেপি নেতাদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, দলের শৃঙ্খলাটাই সব।

রবিবারই হঠাত করেই রাজ্য কমিটি থেকে সরে দাঁড়ালেন গৌরিশঙ্কর ঘোষ। পাশে দাঁড়ালেন আরও এক বিধায়ক। দীর্ঘদিনের বিজেপি'র দক্ষ সংগঠক গৌরিবাবু কার্যত বোমা ফাটিয়ে সরে দাঁড়ান। তাঁর জেলা সভাপতি একনায়কতন্ত্র চালাচ্ছে। কারোর কোনও কথা না শুনেই একক ভাবে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। যা নিয়ে চরম অস্বস্তি বিজেপি। আর এই বিতর্কের মধ্যেই পদত্যাগ করেন নদিয়ার ১০ বিজেপি নেতা। একের পর এক ধাক্কা সামাল দেওয়ার আগেই আরও এক বিজেপি বিধায়কের বিদ্রোহী হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা।

বিধানসভা ভোটে উত্তরবঙ্গ থেকে একাধিক বিধায়ক পেয়েছে বিজেপি। কিন্তু সময়ের সঙ্গে ক্ষোভও বেড়েছে। যার মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে তৃণমূলে যোগও দিয়েছেন। তালিকায় আরও বেশ কয়েকজন রয়েছেন বলে শোনা যাচ্ছে। আর এর মধ্যে বিজেপির পর্যবেক্ষকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শঙ্কর ঘোষ। বিধানসভা ভোটের আগে অশোক ভট্টাচার্যের শিষ্য বলে পরিচিত এই নেতা বিজেপিতে যোগ দেন। বিপুল ভোটে জয় পান। যদিও সম্প্রতি পুরসভা ভোটে দাঁড়ালে হেরে যান তিনি।

অবাঞ্জিত গ্রুপ বলে ব্যাখ্যা বিজেপি নেতার। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শঙ্কর ঘোষ জানিয়েছেন, হোয়াটস অ্যাপ ইউনির্ভাসিটিতে বিশ্বাসী নই। তবে একাধিক গ্রুপে থাকার কারণে বড় খবর কিংবা আপডেট মিস হয়ে যাচ্ছিল বলেও জানিয়েছেন বিধায়ক। তবে এর সঙ্গে রাজনৈতিক মতানৈক্যের কোনও সম্পর্ক নেই বলেও দাবি তাঁর। তবে বিজেপির আরও বেশ কয়েকটি হোয়াটস অ্যাপ গ্রুপ রয়েছে। সেগুলির প্রত্যেকটিতেই তিনি আছেন বলে জানিয়েছেন শঙ্করবাবু।

তবে যেভাবে গত কয়েকমাসে একাধিক বিজেপি বিধায়ক-সাংসদ বিদ্রোহ করে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন, সেখানে দাঁড়িয়ে শঙ্করকে ঘিরে নতুন করে শঙ্কা বিজেপির অন্দরে।খবর ওয়ানইন্ডিয়ার

news