‘ইতিহাস রাশিয়াকেই দায়ি করবে’, পুতিনের বিজয় দিবসের ভাষণের জবাবে বললেন জেলেনস্কি
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে আনুষ্ঠানিকভাবে পালন করা হয় প্রতি বছরের ৯ মে। সোমবার সেদিনটি উপযাপন করতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ‘ইউক্রেনে রুশ হামলা ছিল অনিবার্য।’ তারই জবাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আল-জাজিরা
অন্যদিকে পুতিনের এই ভাষণ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে হোয়াইট হাউজ বলেছে, তার বক্তব্যটি সংশোধনবাদী ইতিহাসেরই পুনরাবৃত্তি।
নৈশকালীন রেডিও ভাষণে জেলেনস্কি বলেছেন, দ্বিতীয় মহাযুদ্ধে যে ভূমিকা ছিল তা নিয়ে নতুন করে ভাবতে হবে। ইউরোপে যুদ্ধের মাধ্যমে রাশিয়া যে অশান্তির বীজ বপণ করেছে, সেখানে আবার শান্তি ফিরিয়ে আনতে রাশিয়াকে অনেক কাঠখড় পোড়াতে হবে।
তিনি বলেন, ‘আমরা ইউক্রেনের নাগরিকরা দেশের প্রতিরক্ষার জন্য কাজ করে যাব, বিজয়ের জন্য লড়ে যাব এবং ন্যায় বিচার ফিরিয়ে আনব। আজ, কাল বা যে কোনো দিন ইউক্রেনকে দখল মুক্ত করা হবে।’