কোভিড আক্রান্ত বিল গেটস, বুস্টার টিকা নিয়েও আইসোলেশনে যেতে হল মাইক্রোসফট কর্তাকে
কোভিড আক্রান্ত মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস (Bill Gates)। মঙ্গলবার নিজেই তিনি একথা জানিয়েছেন। বলেছেন তাঁর কোভিড টেস্টের (Covid 19) রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত আইসোলেশনে রয়েছেন বিল গেটস। তাঁর কোভিডের সামান্য কিছু উপসর্গ রয়েছে।
মঙ্গলবার টুইট করে বিল গেটস (Bill Gates) জানান, আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত সামান্য কিছু উপসর্গ রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ মতো আমি যতদিন না আবার সুস্থ হচ্ছি ততদিন আইসোলেশনে রয়েছি।
কোভিডের দুটি ডোজ তো বটেই, বুস্টার ডোজও নেওয়া হয়ে গেছে বিল গেটসের (Bill Gates)। তা সত্ত্বেও ভাইরাসে আক্রান্ত হলেন তিনি। অন্য একটি টুইটে লিখেছেন, আমি খুব ভাগ্যবান যে আমার দুটো ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নেওয়া রয়েছে। দারুণ মেডিকেল টিমের সাহায্য পাচ্ছি আমি।
বিশ্বের প্রথম সারির ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন বিল গেটস। বেশ কিছুকাল তিনি ধনীতম ব্যক্তির তালিকায় শীর্ষে ছিলেন। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন পিছিয়ে পড়া দেশের দিকে বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেন বিল গেটস। কোভিডকালেও বিল গেটস ফাউন্ডেশনের অবদান ভোলার নয়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


