ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা দুই সপ্তাহের জন্য স্থগিত
পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্ট শুক্রবার এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন। যখন কিনা কোয়েটা পুলিশ ইমরান খানকে গ্রেপ্তারের জন্য লাহোরে অবস্থিত তার বাসার উদ্দেশে রওনা দিয়েছিল ঠিক সেসময়েই আদালতের এই আদেশটি কর্তৃপক্ষের হাতে এসে পৌছায়।
বিচারপতি জহির উদ্দিন কাকার আদালতে পিটিআই প্রধানের পক্ষে ইনসাফ লইয়ারস ফোরামের আইনজীবি ইকবাল শাহ গ্রেপ্তারি পরোয়না স্থগিতের আবেদনটি করেন।
শুনানিতে বলা হয়, বিজলি থানায় তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেটির সঙ্গে ইমরানের কোনো সম্পৃক্ততা নেই। তাই এফআইআর বাতিলের আবেদনটি যৌক্তিক বলে দাবী করেন তার আইনজীবি।
পরে আদালত স্থগিতাদেশ কপিটি বেলুচিস্তান পুলিশ, এসপি লিগাল ও বিজলি থানা বরাবর প্রেরণ করেন। আদালত দুই সপ্তাহের জন্য আবেদন শুনানিটি স্থগিত করেছেন।
এর আগে কোয়েটা পুলিশের এসপি (তদন্ত) নাদিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ইমরানকে গ্রেপ্তারে লাহোরে পৌছান। অন্যান্যদের মধ্যে ছিলেন ডিএসপি আব্দুল সাত্তার, একজন উপ-পরিদর্শকসহ আরও দুই পুলিশ কর্মকর্তা।
এনবিএস/ওডে/সি


