ট্রাম্প নিজেকে নির্দোষ হিসেবে উপস্থাপন করবেন নিউ ইয়র্ক আদালতে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আদালতে হাজির হতে নিউ ইয়র্ক পৌঁছেছেন। তিনি অবস্থান করেন নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি ২০১৬ সালে মার্কিন নির্বাচনের আগে মুখ বন্ধ রাখার জন্য পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছেন এবং গ্রান্ড জুরির তদন্তে তা প্রমাণিত হয়েছে। কিন্তু ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন।

মানহাটন আদালতের চারপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আদালতের বাইরে বিক্ষোভ হতে পারে।

তিনি ফ্লোরিডা ত্যাগ করার আগে সোমবার নিজের ‘ট্রুথ সোস্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘উইচ হান্ট’। তবে মার্কিন গণমাধ্যমে তার মামলায় হাজির হওয়ার বিষয়টি ব্যাপক প্রচার পাচ্ছে।     

মার্কিন ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার তার ফিঙ্গারপ্রিন্ট নেয়া হবে এবং ছবি তোলা হবে। এদিনই তার বিরুদ্ধে গঠিত অভিযোগ নিয়ে তাকে ম্যানহাটান আদালতে উপস্থাপন করা হবে।  এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, সোমবার বিকেলে নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে তার ব্যক্তিগত বিমান অবতরণ করে। বিমানে ওঠার আগে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আরো লিখেছেন, নিউ ইয়র্কের পথে রওনা দিচ্ছি, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। ফ্লোরিডার যে রাস্তা দিয়ে তার গাড়ি বহর যায়, সেখানে হাজারো মানুষ জড়ো হয়ে ট্রাম্পকে অভিবাদন জানান। সেই ভিডিও আবার ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ট্রাম্প। তিনি বলেন, এক সময়ের মহান আমেরিকা এখন ‘জাহান্নামে’ চলে যাচ্ছে।

তিনি সমর্থকদের কাছে তার ২০২৪ সালের নির্বাচনি প্রচারণায় অর্থ প্রদানের আহ্বানও জানান। মূলত পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্ক গোপন করে এই ঝামেলায় জড়িয়েছেন ট্রাম্প। ২০০৬ সালে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে বলে দাবি ওই পর্ন স্টারের।

গত সপ্তাহের বৃহস্পতিবার দীর্ঘ তদন্ত শেষে গ্র্যান্ড জুরি ট্রাম্পকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করে। যদিও প্রথম থেকেই সকল অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন ৭৬ বছর বয়স্ক ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এই প্রথমবার কোনও সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হল।

এনবিএস/ওডে/সি

news