বাইকে লাদাখ ঘুরে এসে রাহুলের অভিযোগ, সাধারণ মানুষের জমি কেড়ে নিচ্ছে চীন

সোশ্যাল মিডিয়ায় মোটর বাইকে করে লাদাখ সফরের ছবি পোস্ট করেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার পিতা রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে লাদাখে যান তিনি।

রাহুলের বাইকে চড়ে লাদাখ সফরের ছবি পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় বয়ে গিয়েছে। ওয়ানাডের সাংসদ তার লাদাখে বাইক চালানোর ১০টি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এবার লাদাখের স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করে মত বিনিময় করেছেন রাহুল গান্ধী।

রাহুলের অভিযোগ ‘লাদাখের মানুষ বলছে চীনা সেনা ঢুকেছে মানুষের জমি কেড়ে নিয়েছে’। অথচ প্রধানমন্ত্রী মোদি এই বিষয়ে নীরব। তিনি বলেন, “এখানে উদ্বেগের বিষয় হচ্ছে, চীন জমি কেড়ে নিয়েছে, লোকেরা বলেছে যে চীনের সেনাবাহিনী ওই এলাকায় ঢুকেছে কিন্তু প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে এক ইঞ্চি জমিও চীন কেড়ে নিতে পারেনি। মোদির এই কথা যে সত্য নয়, তা লাদাখে যে কাউকে জিজ্ঞাসা করলেই প্রমাণ মিলবে।’

রাহুল গান্ধী প্যাংগং লেকে তার বাবা এবং ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news