চীনের হাইনান প্রদেশের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশি এই নোবেলজয়ী অর্থনীতিবিদ শুধু বিশ্বজুড়ে পরিচিত নন, চীনের দক্ষিণাঞ্চলীয় এই প্রদেশেও তিনি অত্যন্ত জনপ্রিয়। কারণ, তিনি একসময় হাইনান প্রাদেশিক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, "ড. ইউনূস যে হাইনান সরকারের উপদেষ্টা ছিলেন, তা আমাদের জানা ছিল না। তবে চীনের প্রাদেশিক সরকারগুলো অনেক শক্তিশালী এবং তিনি সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।"
হাইনান প্রদেশে ড. ইউনূসের সামাজিক ব্যবসার ধারণা ব্যাপকভাবে গৃহীত হয়েছে। তার প্রতিষ্ঠিত "থ্রি জিরো ক্লাব" চীনের বহু বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে এবং তার লেখা "ব্যাংকার টু দ্য পুওর" ও অন্যান্য বই চীনা ভাষায় অনূদিত হয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
বর্তমানে বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA) বার্ষিক সম্মেলনে অংশ নিতে চীনে রয়েছেন ড. ইউনূস। তিনি বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন। সেখানে চীনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, লাওসের প্রধানমন্ত্রী ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন উপস্থিত থাকবেন।
ড. ইউনূস চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং বাংলাদেশ-চীন সম্পর্কোন্নয়নে আলোচনা করবেন। এছাড়া, তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয়টি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
চীন সফরের অংশ হিসেবে তিনি দেশটির বৃহৎ হাসপাতাল চেইনগুলোর সঙ্গে আলোচনা করবেন, যাতে তারা বাংলাদেশে যৌথভাবে হাসপাতাল স্থাপনে আগ্রহী হয়। আগামী শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।


