যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বুধবার (১৮ জুন) টেলিফোনে প্রায় ৩৫ মিনিটের আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে জানান, দুই নেতা ইরান-ইসরায়েল সংঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলেছেন। তবে মূল আলোচনা কেন্দ্রিত ছিল ভারতের ‘অপারেশন সিন্দুর’ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিয়ে।
এই আলোচনার আগের দিনই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর ট্রাম্প মোদীকে সমবেদনা জানিয়েছিলেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমর্থন ব্যক্ত করেছিলেন। এবারই প্রথম দুই নেতার মধ্যে সরাসরি কথা হলো।
মিশ্রি জানান, প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে স্পষ্টভাবে বলেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়তা দেখিয়েছে। ৬-৭ মে রাতে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে শুধু জঙ্গি লক্ষ্যগুলোকেই আঘাত করা হয়েছিল, যাতে উত্তেজনা না বাড়ে। পাকিস্তান ৯-১০ মে পাল্টা হামলা চালালে ভারত কঠোর জবাব দেয় এবং তাদের সামরিক ক্ষতি সাধন করে। এর ফলে পাকিস্তান যুদ্ধবিরতির আবেদন করে।
মিশ্রি উল্লেখ করেন, এই আলোচনায় ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি বা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কোনো প্রসঙ্গ ওঠেনি। ট্রাম্প ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সমর্থন জানান। আগামী জি-৭ সম্মেলনে দুই নেতার সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও ট্রাম্পের তাড়াতাড়ি ফিরে যাওয়ায় তা সম্ভব হয়নি।


