মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের খবর বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২.৭০ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৫.৪৬ ডলারে, যা গত ৯ জুনের পর সর্বনিম্ন। অন্যদিকে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম কমেছে ব্যারেলপ্রতি ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ, দাঁড়িয়েছে ৬৮.৭৯ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির ফলে সরবরাহ বিঘ্নের আশঙ্কা কমে আসায় বাজারে স্বস্তি ফিরেছে। এর ফলে বৈশ্বিক শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে এশিয়ার বাজারে—জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন,

“সবাইকে অভিনন্দন! ইসরায়েল ও ইরানের মধ্যে একটি পূর্ণ যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ্যে উভয়পক্ষ তাদের চূড়ান্ত অভিযান শেষ করবে, এরপর ১২ ঘণ্টা পর এটিকে সম্পূর্ণ যুদ্ধবিরতি হিসেবে বিবেচনা করা হবে।”

ইরানও তাদের অবস্থান স্পষ্ট করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্স প্ল্যাটফর্মে জানান,

“দখলদার ইসরায়েল যদি তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানও আর কোনো পাল্টা আক্রমণে যাবে না।”

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হলে বিশ্ব অর্থনীতিও কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে পারে।

news