ভারতের পুনে শহরের কোন্ধোয়ার একটি অভিজাত আবাসিক এলাকায় চাঞ্চল্যকর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। কুরিয়ার ডেলিভারি বয়ের ছদ্মবেশে এক ব্যক্তি ২৫ বছর বয়সী এক তরুণীর বাসায় ঢুকে তাঁকে ধর্ষণ করে। ঘটনার সময় তরুণীর মুখে অজ্ঞান করার মতো স্প্রে ছিটিয়ে নির্জীব করে ফেলে হামলাকারী। পরে ধর্ষণের পর সেই তরুণীর মোবাইল দিয়ে নিজের একটি সেলফি তোলে এবং ফোনে ভয়ংকর বার্তা দিয়ে যায়— “আমি আবার আসব”।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত পরিচয়ধারী ওই ব্যক্তি একটি পার্সেল দেওয়ার কথা বলে তরুণীর ফ্ল্যাটে আসে। তরুণী জানান, তাঁর কোনো কুরিয়ারের প্রত্যাশা ছিল না। কিন্তু সন্দেহ দূর করতে এবং স্বাক্ষরের কথা বলে অভিযুক্ত তাঁকে দরজা খুলতে বাধ্য করে।

দরজা খোলার পরপরই ওই ব্যক্তি তরুণীর মুখে কোনো অজানা রাসায়নিক স্প্রে করে এবং তাঁকে ধর্ষণ করে। এরপর ঘটনাস্থল ত্যাগের আগে নিজের একটি সেলফি তোলে এবং বার্তা দেয়: “আমি আবার আসব।”

ঘটনার পরপরই তরুণী স্থানীয় থানায় অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও অনুপ্রবেশসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত জোরদার করা হয়েছে। তরুণীর ফোন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, “এই ঘটনার পেছনে পূর্বপরিকল্পিত অপরাধের আশঙ্কা রয়েছে। অভিযুক্ত হয়তো আগে থেকেই ওই তরুণীর গতিবিধি জানত। আমরা সব সম্ভাবনা মাথায় রেখে তদন্ত করছি।”

এ ধরনের ঘটনার পর বাসিন্দাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে অচেনা ডেলিভারিবয় বা আগন্তুককে দরজা না খোলার পরামর্শ দেওয়া হয়েছে।

news