চিনের পাহাড়ি এলাকায় বাস উল্টে প্রাণ গেল অন্তত ২৭ জনের, বছরের সবচেয়ে বড় পথ দুর্ঘটনা!
চলতি বছরে দেশের সবচেয়ে বড় পথ দুর্ঘটনার (Bus Accident) সাক্ষী থাকল চিন। অন্তত স্থানীয় সংবাদমাধ্যমে সেটাই দাবি করা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনের (China Bus Accident) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি রাস্তায় রবিবার সকালে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। প্রাণ যায় এখনও পর্যন্ত ২৭ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২০।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ৪৭ জন যাত্রী নিয়ে একটি বাস দেশের গুইঝো প্রদেশে দিয়ে আসছিল। অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথের মাঝেই উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি।
দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা চলে আসেন। খবর যায় স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। প্রথমে গ্রামবাসীরাই উদ্ধারকার্যে হাত লাগান। পরে পুলিশ ও দমকল এসে শুরু করে সেই কাজ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার ফলে, ঘটনাস্থলেই মারা গেছেন ২৭ জন।
বাকিদের তৎক্ষনাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের অনুমান, অতিরিক্ত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত জুনে এই গুইঝো প্রদেশেই একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে একজনের মৃত্যু হয়। এছাড়াও গত মার্চ মাসে চিনে ঘটে যাওয়া এক বিমান দুর্ঘটনায় ১৩২ যাত্রীর প্রাণনাশের খবর মিলেছিল। যা ছিল সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


