রাশিয়ার মিসাইল উড়ে গিয়ে পড়ল পোল্যান্ডে, নিহত ২, পাল্টা জবাব দিতে কোমর বাঁধছে ন্যাটো
ইউক্রেনকে লক্ষ্য করেই মিসাইল হামলা (Russia Missile Attack) করেছিল রাশিয়া। কিন্তু সেই মিসাইল উড়ে গিয়ে পড়ল ইউক্রেনের সীমান্তে পোল্যান্ডে (Poland)। প্রাণ গেল পোল্যান্ডের দুই নাগরিকের। আকস্মিক এই হামলায় নড়েচড়ে বসেছে পোল্যান্ডের সরকার। রুশ হামলা ঠেকাতে জরুরি বৈঠকও ডাকা হয়েছে বলে খবর।
পোল্যান্ড বরাবরই ন্যাটো বাহিনী দ্বারা সুরক্ষিত। রুশ হামলার (Russia Missile Attack) জবাব দিতে ইতিমধ্য়েই জরুরি বৈঠক ডেকেছে ন্য়াটো। পোল্যান্ড সরকারের মুখপাত্র পায়োটর মুলার বলেছেন, রাশিয়া দুটি দূরপাল্লার মিসাইল হামলা করেছে। সে দুটি উড়ে এসে পোল্যান্ডে পড়েছে। এ দেশের দু’জনের প্রাণ গেছে। আর চুপ করে বসে থাকা যাবে না। রাশিয়াকে ঠেকাতে সবরকম ব্যবস্থা নেবে সরকার। দেশের সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে।
এক দিকে জি-২০-র শীর্ষ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতাদের সামনে আজ যুদ্ধ শেষের বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তার কিছু ক্ষণের মধ্যেই পর পর বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের সীমান্ত। রুশ হামলা নিয়ে ইতিমধ্যেই পোল্যান্ড সরকারের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গেও কথা বলেছে হোয়াইট হাউস। প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ন্যাটো। সবরকমভাবে সমর্থন করবে আমেরিকা।
প্রায় আট মাস ধরে ইউক্রেনে যুদ্ধ চালানো সত্ত্বেও নিশানায় থাকা সব অঞ্চল এখনও কব্জা করে উঠতে পারেনি রাশিয়া। উল্টে ইউক্রেন বাহিনীর প্রতি আক্রমণে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ সেনারা, পুতিন প্রশাসনের কাছে যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে জি-২০-র শীর্ষ সম্মেলনে যুদ্ধ বন্ধ করার বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। এতে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচবে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


