ইউক্রেনে পাশ্চাত্যের সমরাস্ত্রের ঢলকে বৈধতা দিতেই ইরানবিরোধী অভিযোগ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার কাছে সমরাস্ত্র বিক্রির অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের ঢলকে বৈধ করার জন্য তেহরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়েছে।

গতকাল (শুক্রবার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন তিনি। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে সম্প্রসারণ করার নীতির কারণেই ইউক্রেনে আজ যুদ্ধ চলছে। যুদ্ধরত যেকোনো পক্ষের হাতে সমরাস্ত্র তুলে দিলে তার ফলে উভয় পক্ষের প্রাণহানি ও আর্থিক ক্ষতিই কেবল বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধ করে ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তার দেশ চেষ্টা চালিয়ে যাবে।

ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার কাছে ড্রোনসহ অন্যান্য সমরাস্ত্র বিক্রি করেছে বলে ইউক্রেন ও আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান ও মস্কো।

গত জুলাই মাসে ইরানের বিরুদ্ধে এ সংক্রান্ত প্রথম অভিযোগটি করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে যে, মস্কোর কাছে হস্তান্তর  করার জন্য তেহরান একশ’র মতো ড্রোন প্রস্তুত করেছে। কিন্তু ওয়াশিংটন ওই দাবি প্রমাণ করতে পারেনি।

শুক্রবারের টেলিফোনালাপে জাতিসংঘ মহাসচিব গুতেরেস আঞ্চলিক ইস্যুগুলোতে ইরানের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে ইরান যে প্রচেষ্টা চালাচ্ছে তা সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news