নেপালে অর্থনৈতিক সংকটের মধ্যেই নতুন সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত
চরম অর্থনৈতিক সংকটে দিন পার করছে নেপালের মানুষজন। ঠিক এই সময়ে নতুন করে সপ্তাহে আরও একদিন সরকারি ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
দেশটির সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সাপ্তাহিক সরকারি ছুটির দিন যোগ করা হয়েছে। এর ফলে দেশটিতে সরকারি ছুটি হলো দুই দিন।
নেপাল সরকারের মুখপাত্র জ্ঞানেন্দ্র বাহাদুর কারকি জানান, সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে রোববারকেও সরকারি ছুটির দিন হিসেবে নির্ধারিত হয়েছে। আগে থেকে সরকারি ছুটির দিন ছিল শনিবার।
দক্ষিণ এশিয়ার একের পর এক দেশ অর্থনৈতিক সংকটে ডুবছে। আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউ ভালো নেই। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে নেপালের নাম। ফুরিয়ে এসেছে দেশটির ফরেন রিজার্ভ। আসন্ন সংকট ঠেকাতে প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর আহ্বান জানিয়েছে নেপাল সরকার।
বৈদেশিক রিজার্ভ সংকুচিত হওয়ায় নিজেদের আমদানি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। বিশেষ করে যেসব পণ্য অগুরুত্বপূর্ণ (গাড়ি, কসমেটিকস ও স্বর্ণ) সেগুলো আমদানি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নেপাল।
নেপালের অর্থনীতির একটি বড় অংশ পর্যটনখাতভিত্তিক। এছাড়াও রেমিট্যান্সের মাধ্যমে দেশটিতে যোগ হচ্ছে বৈদেশিক মুদ্রা। তবে করোনার থাবায় বদলে গেছে নেপালের চিত্র। পর্যটনখাতে নেমেছে ধস ও রেমিট্যান্সের পরিমাণ কমে গেছে উল্লেখযোগ্য হারে।
নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্র ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত আগস্ট থেকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে ১৬ শতাংশ কমে ১ দশমিক ১৭ ট্রিলিয়ন নেপালি রুপি বা ৯৫৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে নেপালিদের রেমিটেন্স পাঠানো কমেছে ৫ শতাংশ।