মারিউপোল ছেড়ে জাপোরিঝঝিয়ার দিকে যাচ্ছে রুশ সেনারা

যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তারা দেখতে পেয়েছেন অবরুদ্ধ মারিউপোল শহর ছেড়ে রুশ সেনারা এখন জাপোরিঝঝিয়ার দিকে যাচ্ছেন। সূত্র: দ্য গার্ডিয়ান

যদিও এখনো মারিউপোলের বন্দরের দখল নিয়ে ইউক্রেনীয়দের সঙ্গে যুদ্ধ চলছে। 

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স আরও জানিয়েছে, হাউইটজার কামান কিভাবে চালাতে হবে এখন ইউক্রেনীয় সেনাদের সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

তাছাড়া ইউক্রেনের বাইরের কোনো একটি অজ্ঞাত স্থানে ইউক্রেনের সেনাদের মোবাইল রাডার সিস্টেম এবং এম১১৩ সামরিক যান ব্যবহারের ওপরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কোথায় এসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সে বিষয়টি জানাননি ওই সামরিক কর্মকর্তা। 

এদিকে রুশ সেনাদের মারিউপোল ছেড়ে জাপোরিঝঝিয়ার দিকে যাওয়ার খবরটি জানিয়েছেন মার্কিন সাংবাদিক জ্যাক ডেস্চও। 

তিনি টুইটে লিখেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে রাশিয়ার কিছু সেনা মারিউপোল ছেড়ে জাপোরিঝঝিয়ার দিকে যাচ্ছে।

তিনি আরও লিখেছেন, মারিউপোলে রাশিয়ার কয়েক ডজন ব্যাটালিয়ন ট্যাকটিক্যাল গ্রুপ ছিল। আজভস্টালে গত কয়েকদিন ধরে রাশিয়ার হামলা অনেক বেড়ে গেছে। 

 

news