তালিবানের বিরুদ্ধে আবার নতুন যুদ্ধ হবে: সাবেক জেনারেল
আফগানিস্তানের সাবেক লেফটেন্যান্ট জেনারেল সামি সাদাত বলেন, অনেক সাবেক সেনা সদস্য ও রাজনীতিবিদরা তালিবানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। বিবিসি
তিনি আরো বলেন, দেশে আগামী মাসে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তারপরের মাসেই দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। গত আগস্টে তালিবান দ্রুত অভিযান চালিয়ে দেশটির ক্ষমতা দখল করে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০ বছর ধরে সামরিক অভিযান চালিয়েছেন। কিন্তু তালিবান ১০ দিনের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে ক্ষমতা দখল করে নেয়।
সামি সাদাত আরো বলেন, প্রথমে আমরা পরিকল্পনা করেছিলাম তালিবানকে ১২ মাস ক্ষমতায় থাকতে দিবো। কিন্তু দিন দিন দেশের মানুষের উপর নির্যাতন বেড়েই চলছে। সেই সঙ্গে মানুষদের গুম করা হচ্ছে। সারাদেশে খাদ্যের অভাব। শিশুদের মধ্যে দেখা দিয়েছে পুষ্টির অভাব। আমি দেশ থেকে প্রতিদিন শত শত বার্তা পাই তাই আমরা তালিবানের বিরুদ্ধে দ্রুতই কিছু করার পরিকল্পনা করছি।
তিনি আরো বলেন, তালিবানের হাত থেকে ক্ষমতা দখল করতে এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুন:প্রতিষ্ঠা করতে আমাদের যা করার প্রয়োজন তাই করবো।
২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে শুধু গত বছরই আফগানিস্তানে বেসামরিক নাগরিক মারা গেছে প্রায় ১ হাজার ৬শ জন