ইরান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দেয়া বন্ধ করুন: তেহরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতিক দাঙ্গা ও সহিংসতা মোকাবেলার ঘটনায় তেহরানকে অহেতুক সমালোচনা না করে বরং ইরানবিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দেয়া বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে পরামর্শ দিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে পশ্চিমা দেশগুলোকে এই পরামর্শ দিয়েছে। পশ্চিমা কয়েকটি দেশের কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের বিরুদ্ধে সমালোচনামূলক পোস্ট দিলে তার জবাবে ইরান এই টুইটার পোস্ট দেয়। পশ্চিমা কর্মকর্তারা ইরানের দাঙ্গা-সহিংসতা মোকাবেলার ঘটনাকে বেআইনি বলে মন্তব্য করেছেন।
ইরানি মন্ত্রণালয় তাদের টুইটার পোস্টে বলেছে, দাঙ্গা মোকাবেলার ক্ষেত্রে ইরান সর্বোচ্চ পর্যায়ের ধৈর্য ধারণ করেছে যা পশ্চিমা অনেক দেশ সাধারণ মাত্রার শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল মোকাবেলা করতে গিয়েও পারেনা। ইরান বিক্ষোভ মোকাবেলার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু এবং মানসম্মত পদ্ধতি ব্যবহার করেছে। বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য;  ধৈর্য এবং পাল্টা পদক্ষেপের মাত্রা ইরান সব সময় যৌক্তিক পর্যায় রেখেছিল।
গত সেপ্টেম্বর মাসে মাহসা আমিনি নামে ২২ বছরের এক কুর্দি তরুণী পুলিশের হাতে আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয়। সেখানে দুঃখজনকভাবে সে মৃত্যুবরণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিদেশী মদদপুষ্ট কিছু লোক ইরানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা শুরু করে। তারা বহু সরকারি ও বেসরকারি সম্পত্তি দোকানপাট এবং গাড়িতে আগুন দিয়েছে এবং ভাঙচুর করেছে।
খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news