৩ দ্বীপের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা থাকলে কঠোর জবাব দেয়া হবে: ইরান
পারস্য উপসাগরে অবস্থিত তিনটি ইরানি দ্বীপকে এদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেছেন, এসব দ্বীপের ব্যাপারে কোনো প্রতিবেশী দেশ যদি কোনো ‘উচ্চাকাঙ্ক্ষা’ বাস্তবায়ন করতে চায় তাহলে তাকে ‘কঠোর ও অনুতাপ সৃষ্টিকারী’ জবাব দেয়া হবে।
পারস্য উপসাগরে অবস্থিত তিন ইরানি দ্বীপ তোম্বে কুচাক, তোম্বে বোজোর্গ ও বুমুসার ওপর সংযুক্ত আরব আমিরাতের কথিত ‘সার্বভৌম ক্ষমতা’কে স্বীকৃতি দিয়ে সম্প্রতি পারস্য উপাসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির বৈঠক থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে।
ওই বিবৃতির জবাব দিতে গিয়েই দৃশ্যত ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি গতকাল (রোববার) পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে যেমন কারো ওপর জবরদস্তি করার কথা নেই তেমনি এতে অপরের অন্যায় আচরণ সহ্য করারও অনুমতি দেয়া হয়নি।
তিনি বলেন, তিনটি দ্বীপের ওপর ইরানের নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রমাণ করার জন্য কোনো আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিক চুক্তি বা জাতিসংঘের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। যাদুঘরে কিছুক্ষণের জন্য ঢুঁ মারলে কিংবা পুরনো মানচিত্র পর্যবেক্ষণ করলেই দেখা যাবে যে, এখানে যে সাগরটি রয়েছে তার নাম পারস্য উপসাগর; একটি শব্দ কমনও নয় বেশিও নয়। আর এই সাগরের তিনটি দ্বীপের একচ্ছত্র মালিকানাও ইরানের।
পার্সটুডে/এনবিএস/২০২২/একে