ইসরাইলের সঙ্গে মুসলিম দেশগুলোর সহাবস্থান সম্ভব নয়: হুথি

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ‘স্বাভাবিক’ করার কারণে আঞ্চলিক আরব দেশগুলোকে ভর্ৎসনা করেছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মুসলিম দেশগুলোর সহাবস্থান সম্ভব নয়।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিষন ভাষণে হুথি ইহুদিবাদী ইসরাইল সরকারকে একটি ‘দূষিত ও বিকৃত’ সরকার হিসেবে উল্লেখ করে বলেন, “ইহুদিবাদী ইসরাইল কোনো স্বাভাবিক সরকার নয় যার সঙ্গে [একটি রাষ্ট্র] হিসেবে সহাবস্থান করা যায়।”

আনসারুল্লাহ নেতা বলেন, “মধ্যপ্রাচ্যে ইসরাইলের নীতিভ্রষ্ট ও ধ্বংসাত্মক ভূমিকা বাস্তবায়নের লক্ষ্যে এই বিকারগ্রস্ত রাষ্ট্রকে এখানে টিকিয়ে রাখা হয়েছে।” আল-হুথি বলেন, মধ্যপ্রাচ্যের কিছু ভণ্ড ও প্রতারক শাসক ইসরাইলের সঙ্গে সম্পর্ক ‘স্বাভাবিক’ করে এই দখলদার সরকারের প্রতি মুসলিম বিশ্বের মনোভাব পরিবর্তন করার চেষ্টা করছে।
২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আমেরিকার মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কথিত শান্তি চুক্তি সই করে। পরবর্তীতে অপর দুই মুসলিম দেশ সুদান ও মরক্কো একই পদক্ষেপ নেয়। আর এই ঘটনায় নেপথ্যে থেকে সৌদি আরবই মূল কলকাঠি নেড়েছে বলে বিশ্লেষকরা মনে করেন।

মুসলিম বিশ্বের চরম শত্রুর সঙ্গে এই আপোষ করার জন্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আনসারুল্লাহ নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠিতই হয়েছে অপরাধ, লুণ্ঠন ও জবরদখল করার লক্ষ্যে।তিনি বলেন, কিছু প্রতারক আরব শাসকের কারণে মুসলিম বিশ্ব ইসরাইলকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না বরং ইহুদিবাদী সরকারের ধ্বংস কামনা করে যাবে। ইসরাইলের বিনাশ ছাড়া ফিলিস্তিনের মুক্তি সম্ভব নয়।খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে

news