তাওয়াং ইস্যু আলোচনার দাবিতে সংসদে ব্যাপক হট্টগোল, লোকসভা থেকে ওয়াকআউট করল বিরোধীরা

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে আজ সংসদে তুমুল হট্টগোল হয়েছে।

বিরোধীরা বিষয়টি নিয়ে আলোচনার দাবিতে অনড় রয়েছেন। অরুণাচলের তাওয়াংয়ে ভারত-চীন সেনাদের সংঘর্ষ ইস্যুতে গতকাল সংসদে বিবৃতি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছিলেন,  ভারতীয় সেনারা ‘এলএসি’ থেকে চীনা সেনাদের তাড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট হয়ে সংসদের উভয়কক্ষ থেকে ওয়াকআউট করে প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপিরা।       

আজ (বুধবারও) সংসদের শীতকালীন অধিবেশনে প্রতিধ্বনিত হয়েছে তাওয়াং ইস্যু। সংসদের নিম্নকক্ষ লোকসভায় ওই ইস্যুতে তোলপাড় সৃষ্টি করেছে বিরোধীরা। বিষয়টি নিয়ে আলোচনার দাবি নাকচ হয়ে গেলে ১৭টি বিরোধী দল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে। এতে কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি, এমডিএমকে, সিপিআই, জেডিইউ, ডিএমকে, টিএমসি এবং টিডিপিসহ অন্যান্য বিরোধী দলের এমপিরা শামিল ছিলেন।  

আম আদমি পার্টি’র এমপি সঞ্জয় সিং বলেছেন, ডোকলাম এবং গালওয়ানের পরে, চীনা সেনারা তাওয়াং সেক্টরে ঢুকেছে। গালওয়ানের ঘটনার পর ভারত সরকার চীনের ওপর অনেক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলেও এখন আবার চীনের সঙ্গে আমাদের বাণিজ্য বেড়েছে। চীন থেকে আমদানি প্রায় ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাই।

কংগ্রেস এমপি সৈয়দ নাসার হুসেন বলেছেন, আমাদের দাবি- চীন ইস্যুতে যে গুরুতর প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সংসদে তার জবাব দিন। প্রতিরক্ষামন্ত্রী মাত্র দু’টি অনুচ্ছেদে যে জবাব দিয়েছেন তা যথেষ্ট নয়।

এদিকে,  সরকার লোকসভায় চীন ইস্যুতে আলোচনার অনুমতি না দেওয়ায় কংগ্রেস এমপিরা লোকসভা থেকে ওয়াকআউট করেন। আজ সংসদে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, চীন তার আগ্রাসী নীতি নিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে। বিরোধীরা চান সংসদে এ নিয়ে বিতর্ক হোক। সরকার তার অবস্থান স্পষ্ট  করুক। কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন,  বিতর্কের জন্য বিরোধীদের তরফে তিনি কোনও নোটিস পাননি। সেজন্য বিরোধীদের দাবি মানা সম্ভব নয়।

লোকসভার স্পিকার ওম বিড়লাও ‘জ়িরো আওয়ারে’ বিরোধীদের সংসদে থেকে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু লোকসভায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে এবং রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিরোধী এমপিরা ‘ওয়াক আউট’ করেন।   

গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদের উভয় কক্ষে জানিয়েছিলেন, গত ৯ ডিসেম্বর অরুণাচলের তাওয়াংয়ের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা  ভাঙতে চেয়েছিল চীন। তার মোকাবিলা করা হয়েছে বলেও তিনি জানান। কিন্তু বিরোধী দলীয় এমপিরা তার এধরণের মন্তব্যে সন্তুষ্ট হতে পারেননি। যার ফলে ওই ইস্যুতে আজও সংসদে বিরোধীরা হট্টগোল করেছেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news