ধূমপান নিষিদ্ধ হচ্ছে এই দেশে, নতুন বছর থেকে আর সিগারেট কেনাই যাবে না
নতুন বছর থেকে আর সিগারেট বা তামাকজাত দ্রব্য (Anti Tobacco Law) কেনাই যাবে না। রীতিমতো আইন করে ধূমপান নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর করা হচ্ছে নতুন আইন। আইনভঙ্গকারীদের কঠোর সাজার নিদানও দিয়েছে সরকার।
এই প্রথম ধূমপানবিরোধী আইন (Anti Tobacco Law) কার্যকর করল নিউজিল্যান্ড। মঙ্গলবার এই সংক্রান্ত বিল পাশ হয় পার্লামেন্টে। বিশ্বের মধ্যে নিউজিল্যান্ড হচ্ছে প্রথম দেশ, যারা ধূমপানকে (Smoking) নিষিদ্ধ করতে আইন প্রণয়ণ করল। দেশের স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল জানিয়েছেন, দেশকে ধূমপানমুক্ত করার ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন আইনে ২০২৫ সাল নাগাদ ধূমপানমুক্ত দেশ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা-সহ বেশ কয়েকটি পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
হাবরায় রেললাইন লাগোয়া বস্তিতে বিধ্বংসী আগুন, ব্যাহত রেল পরিষেবা
তরুণ প্রজন্ম নেশায় আসক্ত হচ্ছে। সিগারেট ও অন্যান্য তামাকজাত নেশার জিনিসের কারণে ক্যানসার সহ নানা মারণ রোগ বাড়ছে। তাই আগামী প্রজন্মকে সুস্থ ও নীরোগ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রক।
বর্তমানে নিউজিল্যান্ডে ১৮ বছরের কম বয়সিদের ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। তবে ২০২৭ সাল থেকে এই বয়সসীমা আরও কমানো হবে বলে প্রশাসনিক তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। যাদের বয়স তখন ১৪ বছর হবে, তাদের সিগারেট কেনার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানা গেছে।
নিউজিল্যান্ডের আগে ভুটানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। ২০১০ সালে আইন করে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয় ভুটানে। এরপর নিউজিল্যান্ড এই পদক্ষেপ নিল।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


