খরা ও খাদ্য সংকট মোকাবিলায় অফিসকর্মীদের চাষে নামালেন কিম জং উন

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানায়, করোনাভাইরাস মহামারি ও টাইফুনের কারণে সৃষ্ট খাদ্য সংকট পরিস্থিতির উন্নতির জন্য এমন ব্রবস্থা নিয়েছেন কিম জং উন।

প্রায় প্রতি বছর খরা ও বন্যায় উত্তর কোরিয়ার কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।দেশটি এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কথা নির্দিষ্ট করে বলেনি। তবে চলমান শুষ্ক মৌসুম ও সম্ভাব্য খরা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

দেশটির খরা-প্রবণ অঞ্চলগুলোতে পাম্পিং সরঞ্জাম বিতরণ ও পানিসম্পদের উন্নয়নে কৃষকদের সঙ্গে হাত মিলিয়েছেন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানার কর্মীরা।

বিশ্ব খাদ্য কর্মসূচির বাডব্লিউএফপি’র ধারণা, করোনা মহামারি আঘাত হানার আগেই উত্তর কোরিয়ার ১ কোটি ১০ লাখ মানুষ বা জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ অপুষ্টিতে ভুগছিল এবং তাদের মানবিক সহায়তার প্রয়োজন ছিল।

news