অং সান সুচির আপিল নাকচ
বুধবার দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির আপিল নাকচ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আপিলের সঙ্গে সঙ্গেই এটি নাকোজ করা হয়েছে এমনকি আদালত মামলায় উভয় পক্ষের কোনও যুক্তিই গ্রহণ করেনি।
৬ লাখ ডলার মূল্যের নগদ টাকা এবং সোনার বার ঘুষ নেওয়া সহ ১১টি দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর, সু চিকে গত সপ্তাহে সাজা দেওয়া হয়। তবে তার আইনজীবী অভিযোগটিকে অযৌক্তিক বলেছেন।
সু চিকে ইতোমধ্যেই সামরিক বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ, কোভিড-১৯ নিয়ম ভঙ্গ এবং একটি টেলিযোগাযোগ আইন ভঙ্গ করার অপরাধে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শান্তিতে নোবেলজয়ী সু চির বিরুদ্ধে অন্তত ১৮টি অভিযোগ এনেছে মিয়ানমারের জান্তা সরকার। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সব মিলিয়ে ১৯০ বছর সাজা হতে পারে।