ভারতের বর্তমান অবস্থা লজ্জাজনক: অরুন্ধতী রায়

বুকার পুরষ্কার বিজয়ী লেখিকা অরুন্ধতী রায় বলেন, ভারতের বর্তমান অবস্থা দেখে মনে হয়, একটা বিমান যেন উল্টোদিকে যাচ্ছে। তা অবধারিতভাবে ধ্বংস হয়ে যাবে। কারাগারে বন্দি মানবাধিকার কর্মী জি এন সাইবাবার বই ‘হোয়াই ইউ ডু ইউ ফিয়ার মাই ওয়ে সো মাচ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

অরুন্ধতীর মতে, ১৯৬০ এর দশকে দেশে ‘প্রকৃত বিপ্লবী আন্দোলন হয়েছিল’। তখন সম্পদ ও জমি পুনর্বন্টনের কথা বলা হত। কিন্তু এখন নেতারা পাঁচ কেজি চাল আর এক কেজি নুন বন্টন করে ভোটে জিততে চাইছেন।

অরুন্ধতী বলেন, কিছুদিন আগে আমি এক পাইলট বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি উল্টোদিকে প্লেন চালাতে পারবে? সে হেসে উঠল। আমি বললাম, আমাদের দেশের ক্ষেত্রে এখন এমনই ঘটছে। নেতারা এখন দেশটাকে উল্টোদিকে চালাচ্ছেন। সব কিছু ভেঙে পড়ছে। আমরা ধ্বংসের দিকে চলেছি।’

৬২ বছর বয়সী লেখিকা বলেন, ‘ভারতে উন্নত মানের আইনি ব্যবস্থা রয়েছে। কিন্তু কারও সম্পর্কে আইন কীভাবে প্রযুক্ত হবে তা নির্ভর করে সেই ব্যক্তির জাতপাত, শ্রেণি, লিঙ্গ এবং সে কোন জনজাতির মানুষ, তার ওপরে। পরে তিনি বলেন, ‘আমরা এমন এক অধ্যাপকের কথা বলছি যিনি ৯০ শতাংশ প্রতিবন্ধী। তিনি সাত বছর জেলে আছেন। খুবই লজ্জার ব্যাপার। তা থেকেই বোঝা যায়, আমরা কোন দেশে বাস করছি।’

জি এন সাইবাবা চলাফেরার জন্য হুইলচেয়ার ব্যবহার করেন। ২০১৭ সালে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়।তার সঙ্গে মাওবাদীদের যোগাযোগ আছে  বলে অভিযোগ রয়েছে। মহারাষ্ট্রের জেলা দায়রা আদালত সাইবাবাকে সন্ত্রাসদমন আইন ইউএপিএ-তে দোষী সাব্যস্ত করে। তিনি দিল্লির রামলাল আনন্দ কলেজে পড়াতেন। গতবছরের ৩১ মার্চ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

news