মস্কো-তেলআবিব উত্তেজনা বাড়ছেই, ইউক্রেনে লড়ছে ইসরাইলি ভাড়াটে সেনা!

রাশিয়া ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে উত্তেজনা দৃশ্যত বেড়েই চলেছে। গতকাল (বুধবার) রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন যে ইসরাইলি ভাড়াটে সেনারা ইউক্রেনে উগ্র ডানপন্থী আযোভ মিলিশিয়া বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

রাশিয়া আযোভ মিলিশিয়াদেরকে ফ্যাসিবাদী ও নব্য-নাৎসি সেনা বলে উল্লেখ করে থাকে। আযোভ মিলিশিয়ারা ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনবাস এলাকায় রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামীদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে বেশ পরিচিতি অর্জন করে। এই উগ্র গোষ্ঠীরই একদল সদস্য এখন ইউক্রেনের বন্দর নগরী মারিয়োপোলের আযভাস্টাল স্টিল কারখানায় ইউক্রেনিয় সেনাদের সঙ্গে লুকিয়ে আছে।

এর আগে গত পয়লা মে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জার্মান ডিক্টেটর এডলফ হিটলারকে ইহুদি রক্তের অধিকারী বলে উল্লেখ করলে ইসরাইলি নেতৃবৃন্দ ব্যাপক ক্ষোভ প্রকাশ করে।  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইহুদি হওয়া সত্ত্বেও তার দেশ কিভাবে নাৎসীদের লালন করতে পারে এমন প্রশ্নের উত্তরে ল্যাভরভ ওই মন্তব্য করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও এটা উল্লেখ করেছে যে জেলেনস্কি ইহুদি হওয়া সত্ত্বেও সেদেশে নব্য-নাৎসীদের তাণ্ডব ঠেকানোর জন্য কোনো গ্যারান্টি হতে পারেন না। ইসরাইল এ বিষয়ে ব্যাখ্যা দিতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে।

আরও আগে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ অভিযোগ করেছিলেন যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ-অপরাধ চালাচ্ছে। জবাবে মস্কো বলেছিল ইসরাইল ইউক্রেন ইস্যুকে ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর তার আগ্রাসনের বিষয়কে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়ালের চেষ্টা করছে।

ইসরাইল ইউক্রেনের সেনাদের জন্য হেলমেট ও বুলেট-প্রুফ জ্যাকেট পাঠানোরও উদ্যোগ নিয়েছে। অন্যদিকে এস্তোনিয়া বলেছে, তার হাতে থাকা ইসরাইলি অস্ত্র ইউক্রেনের কাছে পাঠানোর ব্যাপারে তেল-আবিবের পক্ষ থেকে কোনো বাধা নেই।   

আসলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অশান্তি, যুদ্ধ ও রক্তপাতে অবৈধ ইহুদিবাদী ইসরাইল সরকার বা ইসরাইলি উগ্রবাদীদের হাত সক্রিয় বলে প্রায়ই প্রামান্য খবর শোনা যায়। ইরানসহ মুসলিম বিশ্বের বিজ্ঞানীদের হত্যায় এবং ইরাক ও সিরিয়াসহ পশ্চিম এশিয়ার নানা অঞ্চলে অশান্তি ও সংঘাতে ইহুদিবাদী ইসরাইলের হাত সক্রিয় রয়েছে। বিভিন্ন অঞ্চলে অশান্তি সৃষ্টি করেই ইসরাইল ফিলিস্তিনিদের ওপর মানবতা-বিরোধী অপরাধযজ্ঞকে ধামাচাপা দিতে চায়। দেশে দেশে ইসলাম-বিদ্বেষী মহল ও উগ্র তাকফিরি ওয়াহাবি সন্ত্রাসীদেরও মদদ দিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল। তাই ইউক্রেনে সংঘাত জোরদারে ইসরাইলি ভাড়াটে সেনাদের উপস্থিতির ঘটনাটিও অস্বাভাবিক কোনো বিষয় নয়। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news