জাতিসংঘ যোগাযোগ দপ্তরের নিষেধাজ্ঞা-বিরোধী প্রচেষ্টা জোরদার করা উচিত
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, বিভিন্ন দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার ভয়াবহ ফলাফল সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানোর জন্য জাতিসংঘ যোগাযোগ দপ্তরের প্রচেষ্টা জোরদার করা উচিত।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (বুধবার) জাতিসংঘ তথ্য কমিটির অধিবেশনে দেয়া বক্তৃতায় এ কথা বলেন। বিভিন্ন দেশের ওপর আরোপ করা জবরদস্তিমূলক নিষেধাজ্ঞা জাতিসংঘ সংজ্ঞায়িত আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিষয়ক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলেও তিনি মন্তব্য করেন।
রাভাঞ্চি বলেন, নিষেধাজ্ঞার শিকার দেশগুলোর ওপর এর নেতিবাচক প্রভাব কতটা মারাত্মক হয় সে ব্যাপারে জাতিসংঘের যোগাযোগ দপ্তরের প্রচারণা জোরদার করা উচিত। এসব নিষেধাজ্ঞা টার্গেট দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন বাধাগ্রস্ত করে, তেমনি ওষুধ ও চিকিৎসা সামগ্রীসহ মৌলিক গুরুত্বপূর্ণ পণ্যগুলোতে প্রবেশাধিকার মারাত্মকভাবে ঠেকিয়ে রাখে।
গতকালের অধিবেশনে দেয়া বক্তৃতায় মাজিদ তাখতে রাভাঞ্চি যোগাযোগ প্রযুক্তিকে একচেটিয়াভাবে অপব্যবহারেরও সমালোচনা করেন। তিনি বলেন, এসব প্রযুক্তি অন্য দেশগুলোর বিরুদ্ধে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে তীর্যকভাবে ব্যবহার করা হয় যাতে সত্য অবদমিত থাকে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসানের জন্য বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরিভিত্তিতে উপস্থাপন করা দরকার।
এছাড়া, পশ্চিমা কিছু দেশ ইসলাম-বিরোধী যে অপপ্রচারণা এবং ইসলাম ভীতি ছড়িয়ে দেয়ার অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান জানান ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, এই সমস্ত ষড়যন্ত্রমূলক তৎপরতার কারণে সারা বিশ্বে মুসলিম বিদ্বেষ সৃষ্টি হচ্ছে যা অশান্তির বিরাট বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


