পুতিনের টার্গেট ৯ মে, মারিউপোল কব্জায় নিয়ে রাশিয়া বিজয় দিবস উদযাপন করবে
অ্যাজোভস্টাল স্টিল প্ল্যান্টে আশ্রয় নেওয়া শেষ প্রতিরোধ ব্যক্তিকেও সারেন্ডার করাতে হবে, সেনাদের সাফ সাফ বলে দিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
মারিউপোল শতভাগ করায়ত্ত করতে প্ল্যান্টের দখল নিতে মরিয়া মস্কো। তবে ইউক্রেন বাহিনীর কঠিন প্রতিরোধের মুখে পড়েছে। আপাতত তিনদিনের যুদ্ধবিরতি চায় রাশিয়া, এর মধ্যেই ইউক্রেন যোদ্ধারা যাতে প্ল্যান্ট থেকে সরে যেতে পারেন। এই সকাল থেকেই বিরতি কার্যকর করার তাগিদ।
ইউক্রেনও আপাতত বড়ো ধরনের আক্রমণ করবে না, এমনটাই মনে হচ্ছে সবার। মিত্রদের কাছ থেকে অস্ত্রশস্ত্র পেলে পরে ফের নামতে চায় মাঠে।
অ্যাজভের একজন ব্যাটেলিয়ন কমান্ডার বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনের নাগরিকদের স্টিল প্ল্যান্ট থেকে বের করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।


