বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু বেড়েছে, কমেছে সংক্রমণ

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে আরো ২ হাজার ৩০৫ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে সাড়ে তিন শতাধিক। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৭১ হাজার ৮৯০ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫ লাখ ৪৪ হাজার ১৮১ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ৫৯ হাজার কমেছে। 

 দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৮ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪০৬ জন। যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত ৬৬ হাজার ৬১১ জন এবং মৃত্যু হয়েছে ২২৫ জনের। ফ্রান্সে নতুন করে আক্রান্ত ৪৪ হাজার ২২৫ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের। 

রাশিয়ায় মৃত্যু হয়েছে ১৩৯ জনের এবং নতুন করে আক্রান্ত ৫ হাজার ১১ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত ৪২ হাজার ২৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৭৯ জনের। ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ১৫১ জনের এবং নতুন করে আক্রান্ত ২১ হাজার ৬৮২ জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৫৫ জন। একই সময়ে কানাডায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ১৮৮ জন। 

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ২৯ জন, ইরানে ৭ জন, অস্ট্রেলিয়ায় ৫৬ জন, নিউজিল্যান্ডে ২১ জন, চিলিতে ১৭ জন এবং ইন্দোনেশিয়ায় ১৯ জন মারা গেছেন।

news