নেদারল্যান্ডসে হাসপাতালে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত
নেদারল্যান্ডসের বিখ্যাত সমুদ্রবন্দর রটার্ডামের পূর্ব দিকের শহর আলব্লাসারডামের একটি প্রতিবন্ধী ও মানসিক রোগীদের থেরাপি কেন্দ্রে এই বন্দুক হামলায় দুই জন নিহত এবং দুই জন আহতের খবর পাওয়া যায়।
নিহত ও আহতদের মধ্যে তিনজনই নারী বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।
রটারডাম পুলিশের একটি টুইট বার্তায় বলা হয়, ঘটনার পর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে থাকা অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও প্রত্যক্ষদর্শীদের নিরাপদে রাখা হয়েছে।
পুলিশ আরো জানায়, সন্দেহভাজন লোকটি গত বৃহস্পতিবার থেকে পলাতক ছিল এবং মূলত ফ্লাশিংয়ে ৬০ বছর বয়স্ক এক ব্যক্তিকে হত্যার অভিযোগে পুলিশ তাকে খুঁজছিল।