বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্ত কমেছে
ওয়েবসাইড ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ লাখ ৯৭ হাজার ৪৫ জন এবং মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৯৪৬ জনের। যা আগের দিনের তুলনায় মৃত্যু সাড়ে তিন শতাধিক কম এবং আক্রান্ত প্রায় ৪৭ হাজার কমেছে।
এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৭৪ হাজার ৩০৩ জনে, আর আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ৭০৩ জনে।
গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের শিকার জার্মানিতে নতুন করে আক্রান্ত৮৬ হাজার ২৬ জন এবং মারা গেছেন ২৪৮ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে আসা যুক্তরাষ্ট্রে একই সময়ে নতুন করে আক্রান্ত ৭৭ হাজার ১১৬ জন এবং মারা গেছেন ২৯১ জন। যুক্তরাজ্যে মারা গেছেন ২২৮ জন এবং নতুন করে আক্রান্ত ৬ হাজার ৫৫১ জন। ফ্রান্সে নতুন করে আক্রান্ত ৪০ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ১১০ জন।
রাশিয়ায় মারা গেছেন ১৩৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫৪১ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত ২৬ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ৪৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৭৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৭২৫ জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৩৭ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে পোল্যান্ডে ২৫ জন, ইরানে ১২ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৪ জন, আয়ারল্যান্ডে ২৩ জন, নিউজিল্যান্ডে ২৩ জন, চিলিতে ১৭ জন, গুয়েতেমালায় ৩০ জন এবং ইন্দোনেশিয়ায় ১৭ জন মারা গেছেন।