ধ্বংসের পূর্ব-ধারণা উড়িয়ে দিয়েছে রাশিয়ার অর্থনীতি’
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নজিরবিহীন নিধোজ্ঞা দিয়েছে তাকে উড়িয়ে দিয়ে দেশটির অর্থনীতি শক্তি অর্জন করে চলেছে। ব্রিটিশ সাপ্তাহিক ‘ইকনোমিস্ট’ বলছে, তেল ও গ্যাস খাতে রাজস্ব বেড়ে যাওয়ায় রাশিয়ার ভোক্তারা আবার হাতখুলে ব্যয় করতে পারছেন। ব্যাংক সুদের হার কমতে শুরু করেছে এবং রুশ মুদ্রা রুবল শক্তিশালী হয়েছে।
ইকনোমিস্ট গতকাল (শুক্রবার) বলেছে, “রাশিয়ার অর্থনীতি আবার তার পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছে এবং আমেরিকা ও তার মিত্রদেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলে যে ধারণা দেয়া হয়েছিল তা অকার্যকর প্রমাণ করেছে। সাপ্তাহিক ইকনোমিস্ট আরো বলেছে, রুবল আগের চেয়ে অনেক বেশি মূল্যবান। বর্তমানে ৬৫.৮ রুবলে পাওয়া যাচ্ছে এক মার্কিন ডলার অথচ ইউক্রেনে রুশ অভিযানের আগে প্রতি ডলার কিনতে প্রয়োজন হতো ৮১ রুবল।
পাশাপাশি রাশিয়া অব্যাহতভাবে বিদেশী মুদ্রার বন্ডের দাম পরিশোধ করে চলেছে, রুশ নাগরিকরা হাতখুলে ক্যাফে, বার ও রেস্টুরেন্টে খরচ করছে। এছাড়া, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ১৭% থেকে কমিয়ে ১৪% এ এনেছে। রাশিয়ার জিডিপি চলতি বছর ১৫% কমে যাবে বলে যে ধারণা দেয়া হয়েছিল তাও ভুল প্রমাণ হতে যাচ্ছে- জানাচ্ছে ইকনোমিস্ট।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


