ইউরোপ-আমেরিকার বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস করল রাশিয়া
আমেরিকা ও ইউরোপের দেশগুলোর পাঠানো আরও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খারকিভের বুগুদুখুফ ট্রেন স্টেশনের কাছে বিমান হামলায় এসব সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো থেকে খারকিভে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এসে পৌঁছার পর বিমান দিয়ে সেখানে আঘাত হানা হয়। এর ফলে এসব সমরাস্ত্র ধ্বংস হয়ে গেছে।
এর আগে রাশিয়ার কর্মকর্তারা বহুবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তোলা হচ্ছে, এই প্রবণতা অকল্পনীয় পরিণতি বয়ে আনতে পারে।
২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো সরাসরি সেনা না পাঠালেও ঘোষণা দিয়েই ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে। সম্প্রতি এ ধরণের অস্ত্রের বেশ কয়েকটি চালান ধ্বংস করার দাবি করেছে মস্কো।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


