‘প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকীর মধ্যে ইসরাইল তার অস্তিত্ব হারাতে পারে’
ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকীর মধ্যেই ইসরাইলের অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। তিনি বলেন, ইতহাসের নিরীখে দেখা যায় ইহুদিরা কখনো ৮০ বছরের বেশি শাসনকাজ পরিচালনা করতে পারে নি।
ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা ইয়েদিয়েত অহরোনথকে দেয়া সাক্ষাৎকারে ইসরাইলি সামরিক বাহিনীর সাবেক জেনারেল ইহুদ বারাক এসব কথা বলেন। ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার পরপরই ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন চালায়। মে মাসের সেই আগ্রাসনে অন্তত সাত লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হন। পশ্চিমা সমর্থনে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের ৫০০ গ্রামে ধ্বংসযজ্ঞ চালায়। ফিলিস্তিনি জনগণ একে নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছেন।
ইহুদ বারাক আশংকা করেন, বর্তমান বাস্তবতায় ইসরাইলের ক্ষমতাসীন সরকারের সময়ই পতনের সেই সর্বনাশ শুরু হতে পারে। তিনি বলেন, ইহুদিদের ইতিহাস বলছে, ডেভিড ও হাসমোনিয়া রাজত্বকাল ছাড়া তারা কখনো ৮০ বছরের বেশি শাসন পরিচালনা করতে পারে নি। এই দুই রাজত্বকালেও ৮০ বছর পর বিভেদ-বিভ্রান্তি শুরু হয়।
৮০ বছর বয়সী জেনারেল বারাক বলেন, বর্তমান ইসরাইল সরকার ফিলিস্তিনিদের তৃতীয় প্রতিরোধের ঢেউ মোকাবেলা করছে এবং প্রতিষ্ঠার ৮০ বছর কাছে চলে এসেছে। এ প্রেক্ষাপটে তিনি খুবই ভয়ে আছেন যে, অভিশপ্ত অষ্টম দশক হতে পারে ইসরাইলের বর্তমান সরকারের অস্তিত্ব বিলুপ্তির শেষ সময়। ইহুদ বারাক আরো বলেন- আমেরিকা, রাশিয়া, ইতালিসহ বিশ্বের বহু দেশে সরকার অভিশপ্ত অষ্টম দশকের মখোমুখি হয়েছে।
উগ্র রক্ষণশীল প্রধানমন্ত্রীর এই ভীতিই সম্প্রতি অধিকৃত ভূখণ্ডের লোকজনের কণ্ঠে শোনা গেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক ইহুদিবাদী তরুণ-তরুণী ইসরাইলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নয়। আর এক-তৃতীয়াংশের বেশি ইসরাইলি উন্নত জীবনের জন্য অন্য কোথাও চলে যাওয়ার কথা চিন্তা করছে।


