ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের উদ্দেশ্য নেই: রাশিয়া

ইউক্রেন কোনো ধরনের পরমাণু অস্ত্র ব্যবহারের ইচ্ছা পোষণ করে না রাশিয়া। গতকাল (শুক্রবার) রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র অ্যালেক্সি জেইতসেভ। 

ইউক্রেন অভিযানে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের চিন্তা করছে বলে কিছু পশ্চিমা গণমাধ্যম সম্প্রতি যে খবর দিয়েছে তা সরাসরি নাকচ করলেন জেইতসেভ। তিনি বলেন, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে পরমাণু অস্ত্র ব্যবহার করার কোনো প্রশ্ন রাশিয়ার নেই।

রাশিয়ার এ কূটনীতিক আরো বলেন, "পরমাণু অস্ত্র ব্যবহারের ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট ডকট্রিন রয়েছে। ইউক্রেনের চলমান বিশেষ সামরিক অভিযানে এই ডকট্রিন প্রযোজ্য নয়। রাশিয়া দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, পরমাণু যুদ্ধে কোনো পক্ষ বিজয়ী হতে পারবে না এবং রাশিয়ার পরমাণু যুদ্ধ শুরুও করবে না।"

পশ্চিমা গণমাধ্যমের রিপোর্ট নিয়ে আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যে পশ্চিমা অপপ্রচার চলছে এটি তারই অংশ।

মস্কো সম্প্রতি তার পরমাণু বাহিনীকে যে উচ্চ সর্তকতায় রেখেছে সে সম্পর্কে ভুল ব্যাখ্যার জন্য পাশ্চাত্যকে দায়ী করে বলেন, পরমাণু শক্তিধর পশ্চিমা দেশগুলোর চরম মারমুখী বিবৃতির কারণে রাশিয়া এই ব্যবস্থা নিয়েছিলো।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news