ফের বাড়ছে কোভিড, চিনে বাতিল এশিয়ান গেমস
আগামী সেপ্টেম্বরে চিনের (China) হাংঝৌতে এশিয়ান গেমস হওয়ার কথা ছিল। শুক্রবার জানা গেল, চিনে (China) কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এশিয়ান গেমস স্থগিত রাখা হয়েছে। চিনের (China) সরকার নিয়ন্ত্রিত সিজিটিএন টিভিতে বলা হয়, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এশিয়ান গেমস স্থগিত রাখছে। আয়তনে অলিম্পিকসের পরেই এশিয়ান গেমস সর্ববৃহৎ।
আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চিনের ঝেজিয়াং প্রদেশের রাজধানীতে এশিয়ান গেমস হওয়ার কথা ছিল। ওই শহরটি সাংহাই থেকে ১৭৫ কিলোমিটার দূরে।
চিনের সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ঘোষণা করেছে, ঊনবিংশতিতম এশিয়ান গেমস স্থগিত রাখা হচ্ছে। হাংঝৌতে ওই ক্রীড়া প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। গত কয়েক সপ্তাহে সাংহাইতে রেকর্ড সংখ্যক কোভিড সংক্রমণ হয়েছে। হাংঝৌ থেকে ট্রেনে অল্প সময়ের মধ্যে সাংহাইতে পৌঁছানো যায় ।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


