পাঞ্জশিরের দুই এলাকা মুক্ত করার দাবি প্রতিরোধ ফ্রন্টের, তালিবানের প্রত্যাখ্যান
আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে আহমাদ মাসুদের নেতৃত্বাধীন জাতীয় প্রতিরোধ ফ্রন্টের ব্যাপক প্রভাব রয়েছে। তালিবান দেশের ক্ষমতা গ্রহণের পরপরই তাদের বিরুদ্ধে সামরিক তৎপরতা চালায় এই ফ্রন্ট। কিন্তু বেশি দূর এগোতে পারেনি তারা। শেষ পর্যন্ত তালিবান ঐ প্রদেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।
কিন্তু গত কয়েক দিন ধরে জাতীয় প্রতিরোধ ফ্রন্টের টুইটার অ্যাকাউন্ট থেকে পাঞ্জশিরের দুটি এলাকা উদ্ধারের দাবি করা হচ্ছে। এতে বলা হয়েছে, আব্দুল্লাহ খিল ও অবশর জেলা এখন আর তালিবানের নিয়ন্ত্রণে নেই।
তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ পাঞ্জশির প্রদেশে সামরিক সংঘাতের খবর নাকচ করে দিয়েছেন। তিনি শনিবার এক টুইটে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী যেসব দাবি করছে এবং খবর দিচ্ছে সেসবের কোনো ভিত্তি নেই


