প্রতিরোধ সংগ্রামীরাই মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নির্ধারণ করবে: ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আগামী দিনগুলোতে বিভিন্ন দেশের জনগণের প্রতিরোধ সংগ্রামই ফিলিস্তিনসহ গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নির্ধারণ করবে।তিনি আরো বলেছেন, কথিত সংলাপ এবং অসলো, ক্যাম্প ডেভিড বা শতাব্দির সেরা চুক্তির মতো চুক্তিগুলো ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণে কোনো ভূমিকা রাখতে পারবে না।

তিনি গতকাল (রোববার) তেহরান সফররত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। তিনি সিরিয়া ও ইরাকের প্রতিরোধ সংগ্রামে অংশগ্রহণকারী শহীদদের স্মরণ করে বলেন, প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করেছেন সিরিয়া ও ইরাকসহ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের ওপর আস্থা রাখা সম্ভব।

ইরানের প্রেসিডেন্ট সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যখন কিছু আরব ও অনারব দেশ সিরিয়ার বাশার আসাদ সরকারের পতনের ব্যাপারে বাজি ধরতে শুরু করেছিল তখন দেশটির সরকার ও জনগণের পাশে দাঁড়িয়েছিল ইরান। সিরিয়ার বেশ কিছু এলাকা এখনও বিদেশি সেনাদের দখলে থাকায় দুঃখ প্রকাশ করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, দখলদার সেনাদের হাত থেকে সিরিয়ার গোটা ভূখণ্ড মুক্ত করতে হবে।

প্রেসিডেন্ট আসাদ রোববার তেহরান সফরে এসেই ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে প্রেসিডেন্ট আসাদ তার দেশের সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি ইরানের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। প্রেসিডেন্ট আসাদ সিরিয়া-ইরান সম্পর্ককে কৌশলগত আখ্যায়িত করে বলেন, মধ্যপ্রাচ্যের গত এক দশকের ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে, অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে টেকসই প্রতিরোধ গড়ে তুলতে পারলে বিজয়ী হওয়া সম্ভব।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল (রোববার) তেহরান সফরে এসেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news