ফেরাউনের প্যারিস ভ্রমন!
এটা ফেরাউনের পাসপোর্ট! ফেরাউনের মমি ফ্রান্সে নেওয়ার জন্য এই পাসপোর্টটি মিশর সরকার ১৯৭৪ সালে ফেরাউনের নামে ইস্যু করে। সেখানে ফেরাউনের জন্মসাল দেখাচ্ছে খ্রীস্টপূর্ব ১৩০৩ আর খ্রীস্টপূর্ব ১২০৭ এ ফেরাউন ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করে।
এবং সব থেকে আশ্চর্যজনক কথা হচ্ছে ফেরাউনের লাশ যখন ফ্রান্সে নেওয়া হয় বিমান থেকে নামার পর ফেরাউনের লাশ কে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়|কারণ ফেরাউন একসময় মিশরের রাষ্ট্রপ্রধান ছিলেন|ফ্রান্সের নিয়ম অনুযায়ী পৃথিবীর প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধান কে এই লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়| তাই মৃত অবস্থায় ফেরাউন ও লালগালিচা সংবর্ধনা পেয়েছিলেন|


