উজবেকিস্তানের গ্যাস প্ল্যান্টে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ
উজবেকিস্তানে কাসখানন্দারিয়া অঞ্চলের কারশিতে এরিয়েল গ্রুপের অঙ্গীভূত ইন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানির গ্যাস প্ল্যান্টে আরও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে অনুরোধ করেছেন তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে তাসখন্দের বাংলাদেশ দূতাবাসে এরিয়েল গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা ইলখম আক্রামভ বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতকালে এ অনুরোধ করেন তিনি।
রাষ্ট্রদূত জানান, এরিয়েল গ্রুপের অঙ্গীভূত ইন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানির উজবেকিস্তানে কাসখানন্দারিয়া অঞ্চলের কারশিতে গ্যাস প্ল্যান্টে তিন শতাধিক দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ করেছে। সাক্ষাতে ওই কোম্পানিতে আরও বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য কোম্পানির উপদেষ্টা ও পরিচালককে অনুরোধ করেছি।
সাক্ষাতে এরিয়েল গ্রুপের মহাপরিচালক লাজিজ আল্লানাযারভ উপস্থিত ছিলেন। এরিয়েল গ্রুপ বাংলাদেশের ভোলা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানে গ্যাস অনুসন্ধান ও খনন কার্যক্রমে নিয়োজিত।
এনবিএস/ওডে/সি


